Main Menu

সিলেট-৪ এ আলোচনায় মিফতাহ সিদ্দিকী!

এ এইচ আরিফ : গত এক সপ্তাহে সিলেটের রাজনীতিতে একটু হাওয়া বদল হয়েছে। প্রথম হাওয়া বদলটা কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ নিয়ে। সেই কলেজে গভর্নিং বডির নতুন চেয়ারম্যান হয়েছেন সিলেট বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী!

এটা কিছু টা বিস্ময়ের এবং আচমকা গোলের মতো। কলেজ পরিচালনায় তিনি সুশিক্ষিত এবং সুযোগ্য একজন ব্যক্তি। কোন সন্দেহ নাই। কিন্তু সবার প্রশ্ন হচ্ছে কোম্পানীগঞ্জ কেন ? আর এতেই বিএনপি ঘরানার অনেকেই হিসেব মিলিয়ে নিচ্ছেন -মিফতাহ সিদ্দিকীও আসছেন সিলেট -৪ এ।

সাধারণত কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান করা হয় স্থানীয় সংসদ সদস্যকে। অথবা স্থানীয় প্রভাবশালী কাউকে।

১লা মে জাফলং এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিফতাহ সিদ্দিকী। সেই সমাবেশে সরকার কর্তৃক পাথর উত্তোলনে নিষেধাজ্ঞার জোরালো প্রতিবাদ করেন তিনি। কোয়ারি খুলে দিতে সরকারের প্রতি আহবান জানান।l পাথর শ্রমিকদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের পক্ষে জোরালো বক্তব্য এবং কোম্পানিগঞ্জের সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনীত হওয়া, সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মিফতাহ সিদ্দিকীকে সিলেট-৪ এর হিসেবে আনছেন।

এ বিষয়ে জাস্ট সিলেটের পক্ষে থেকে জানতে চাওয়া হলে বিভাগীয় বিভাগীয় বিএনপির সহ সংগঠণিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, এখনো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তাই এই বিষয়টি আমি এখন কিছু বলতে পারবো না। এই মুহূর্তে আমরা গণমানুষের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে নিয়ে যাচ্ছি। তবে দল আমাকে যে অবস্থানে রাখবে আমি সে অবস্থানেই থাকবো। দলের সিদ্ধান্ত চূড়ান্ত।

এ বিষয়ে গোয়াইনঘাটের যুবদল নেতা বেনজির আহমেদ সুমন বলেন, সিলেট ৪ এর জনগণ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে। মিফতাহ ভাই, বদরুজ্জামান সেলিম ভাই, আরিফ ভাই যাকেই প্রার্থী দিক আমরা তার পক্ষে আছি।

উল্লেখ, সিলেট ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে, সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম , যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা হেলাল উদ্দিন আহমেদে’র।

পাথর পর্যটন প্রাকৃতিক সম্পদে ভরপুর এই আসনের প্রার্থী রেসে এবার যুক্ত হলো মিফতাহ সিদ্দিকীর নাম।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *