Main Menu

আম্বরখানায় ফল ব্যবসায়ীর উপর হামলা: চায়না মার্কেট কর্মচারী বহিষ্কার, দুই অভিযুক্তের সাথে মার্কেটের সম্পৃক্ততা নেই

জাস্ট সিলেট ডেস্ক : সিলেট নগরীর আম্বরখানায় এক ফল ব্যবসায়ীর উপর দেশীয় অস্ত্র নিয়ে সংঘটিত হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় চায়না মার্কেটের দু’জন কর্মচারীর নাম আসার পরিপ্রেক্ষিতে তাদেরকে মার্কেট থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে চায়না মার্কেটের কোনো ব্যবসায়ীর সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কেট ব্যবসায়ী কমিটি।

ঘটনাটি ঘটে গত ৮ জুন রাত ৯টার দিকে, আম্বরখানা পয়েন্টের দক্ষিণ পার্শ্বে “মা ফল ভাণ্ডার” দোকানের সামনে। হামলায় গুরুতর আহত হন স্থানীয় ফল ব্যবসায়ী ইমন আহমদ (২১)। তিনি ঘটনার পর সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৯/২৭৪, তারিখ: ১০ জুন ২০২৫)। মামলায় ছয়জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩৮৫/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযুক্ত আনছার আলী ও হামিদ নামের দু’জন ব্যক্তি চায়না মার্কেটের দুটি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি চায়না মার্কেট ব্যবসায়ী কমিটির নজরে আসে।

চায়না মার্কেটের সভাপতি মহিউদ্দিন মাসুদ বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী কমিটির সঙ্গে আলোচনা করি এবং সিদ্ধান্ত অনুযায়ী আনছার ও হামিদকে বহিষ্কার করা হয়।”

এছাড়া মার্কেটের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, “মার্কেট বন্ধ থাকা অবস্থায় কোনো কর্মচারীর দায়ভার কোন ব্যবসায়ী বা কমিটি নেবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে মার্কেটের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, মামলার এজাহারে যাদের ঠিকানায় ‘চায়না মার্কেট’ উল্লেখ রয়েছে—তাদের মধ্যে সাকিব ও মাহিন নামের দুইজনের সঙ্গে মার্কেটের কোনো সংযোগ নেই। তারা কেউ দোকান মালিক নন, এমনকি কোনো দোকানে কর্মরতও ছিলেন না।

এক লিখিত বিবৃতিতে কমিটি জানায়, “ঈদুল আযহা উপলক্ষে ৭ থেকে ৯ জুন পর্যন্ত চায়না মার্কেট বন্ধ ছিল। মার্কেট বন্ধ থাকা অবস্থায় কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধমূলক কর্মকাণ্ডের দায় মার্কেট কর্তৃপক্ষ বহন করে না।”

চায়না মার্কেট ব্যবসায়ী কমিটি আহত ইমন আহমদের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছে। সেই সঙ্গে, ভবিষ্যতে কেউ যেন মার্কেটের নাম ব্যবহার করে অনৈতিক বা অপরাধমূলক কাজে যুক্ত হতে না পারে—এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছে কমিটি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *