Main Menu

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আহতদের মাগফেরাত ও সুস্থতা কামনায় সোনারপাড়ায় দুআ মাহফিল অনুষ্ঠিত 

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আহতদের মাগফেরাত ও সুস্থতা কামনায় সোনারপাড়া দুআ মাহফিল অনুষ্ঠিত l

মঙ্গলবার বাদ আছর  স্থানীয় একটি অফিসে আয়োজিত দোয়া মাহফিলে ঢাকার মাইলস্টোন কলেজে নিহত নিষ্পাপ শিশুদের আত্মার মাগফেরাত ও আহত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করা হয় l দুআ পরিচালনা করেন সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা নুরুল ইসলাম l

উপস্থিত ছিলেন – আব্দুল মালেক সেকু, জালাল আহমদ, ময়নুল ইসলাম, পারিছ আহমদ, স্বপন আহমদ, রাহিল আহমদ, সবুজ আহমদ, কাওছার আহমদ, পারভেজ আহমদ, বাবর আহমদ,নাহিদ আহমদ, সাজু আহমদ এছাড়াও অনেকে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *