মুরাদপুরে গরু ছিনতাই উদ্ধার হলো বহিস্কৃত নেতা জামানের পাশের বাড়ি থেকে!

ষ্টাফ রিপোর্ট: গত ২৩/০৫/২৫ তারিখ রাত সারে এগারোটায় শহরতলীর মুরাদপুর বাইপাস থেকে ৪টি গরু ছিনতাই হয়। ২৪ তারিখ ছিনতাইকৃত গরুগুলো উদ্ধার করা হয় সিলেট নগরীর বোরহানবাগ আবাসিক এলাকার বহিস্কৃত নেতা জামানের পাশের বাড়ীর শাহেদ মিয়ার বাউন্ডারী প্লট ঘেষা খালি জায়গা থেকে।
এ ব্যপারে শাহপরান থানার দায়েরকৃত মামলার এফ আই আর থেকে জানা যায়, গোলাপগঞ্জের রনকেলী গ্রামের রশীদ আলীর পুত্র মো: আজমীর আহমদ রাজা (২৩) গত ২৩/০৫/২৫ তারিথখ রাত ৯টায় কানাইঘাটের দরবস্ত বাজার থেকে ৪টি গরু ক্রয় করেন। পরে তিনি গরু ৪টি তার চাচাতো ভাই আব্দুল হাকিম পারভেজের মাধ্যমে পিকাআপ যোগে গোলাপগঞ্জ প্রেরণ করেন । পথিমধ্যে রাত সারে এগারোটার দিকে গরুবাহী পিকআপ মুরাদপুর পৌছালে নগরীর গোলাপবাগ এলাকার কুখ্যাত ছিনতাইকারী সাদ্দাম, সুন্দরী কামাল, সিএনজি শাহজাহান ও ওমর আলী পিকআপের পথরোধ করে দাড়াঁয়। তারা একটি প্রাইভেটকার ও সিএনজিযোগে আসে। দেশীয় অস্ত্রসস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। রাজ এর চাচাতো ভাই পারভেজ ও পিকআপ চালকের মোবাইল, নগদ টাকা এবং গরুবাহী পিকআপ ( সিলেট-ল-১২৪৩৪) ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যাপারে শাহপরান থানাকে সাথে সাথেই জানায় গরুগুলোর মালিক মো: আজমীর আহমেদ রাজ ।
পরদিন সোর্স লাগিয়ে শহরতলির লাক্কাতুরা এলাকা থেকে পিকআপ গাড়িটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ২৪ তারিখ রাত সারে এগারোটার দিকে নগরীর বোরহানবাগ আবাসিক এলাকার সাহেদ আহমেদের প্লটের পাশের খালি জায়গার একটি টিনশেডের ঘর থেকে পুলিশের অভিযানে উদ্ধার করা হয় গরু ৪টি। গরুগুলো যে খালি জায়গা থেকে উদ্ধার হয় সেটি ছিনতাইকারী সাদ্দামের রাজনৈতীক গুরু সামসুজ্জামান জামানের পাশে বাড়ি। ৫ আগষ্টের পর টিলাগড় কেন্দ্রীক গ্রæপ তৈরী করে ছিনতাই রাহাজানীর অসংখ্য কাযক্রলাপ করেছে এই প্লটে ।
গাড়ি ও বুঙ্গার মাল প্রায় এখানে লুট করতো সাদ্দাম।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন , ৪টি গরু ও পিকআপ উদ্ধার হয়েছে। তবে সাদ্দাম সহ আসামীদের ধরতে অভিযান চলছে।
Related News

স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আসামিদের ছেড়ে দিলো নবীগঞ্জ থানা পুলিশ !
স্টাফ রিপোর্ট : নবিগঞ্জের নবীগঞ্জের মুকিমপুরে যৌতুকের দাবিতে এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছেRead More

আম্বরখানায় ফল ব্যবসায়ীর উপর হামলা: চায়না মার্কেট কর্মচারী বহিষ্কার, দুই অভিযুক্তের সাথে মার্কেটের সম্পৃক্ততা নেই
জাস্ট সিলেট ডেস্ক : সিলেট নগরীর আম্বরখানায় এক ফল ব্যবসায়ীর উপর দেশীয় অস্ত্র নিয়ে সংঘটিতRead More