Main Menu

আওয়ামী ডেভিলরাও চেম্বারের কমিটিতে ! আছেন মিঠু, রুবেল ,তাহমিন, শান্ত

স্টাফ রিপোর্ট : সম্প্রতি সিলেট চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের

পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয় l সভাপতি মনোনীত হন ষ্টার প্যাসিফিক পরিবারের ফয়েজ হাসান ফেরদৌস ও সিনিয়র সহসভাপতি হন সায়েম আহমেদ -যিনি আওয়ামীলীগ নেতা হুমায়ুন আহমেদের ছোট ভাই l

এই দুজনের নেতৃত্বে পূর্ণাঙ্গ যে কমিটি করা হচ্ছে তাতে পরিচালক হিসেবে রাখা হয়েছে জুলাই আগস্টের বৈষম্যবিরোধী মামলার আসামি ও পলাতক আওয়ামীলীগ , নেতা তাহমিন আহমেদ , দেবাংশু দাস মিঠু , শান্ত দেব ও রিমাদ আহমেদ রুবেলকে !

 

উল্লেখ এরা সবাই চিহ্নিত আওয়ামীলীগ নেতা, গত ১৬ বছর সিলেটের চেম্বার ও সিলেটের ব্যবসা বাণিজ্য কুক্ষিগত করে রাখা ও ব্যবসা বাণিজ্যের বিকাশে বাধা হয়ে দাঁড়ায় l

বিগত দিনে সিলেট চেম্বারে বিএনপি জামাতপন্থী ব্যবসায়ীদের অংশগ্রহণ ও প্রবেশে বাধা দিতো এরা l

নতুন বৈষম্য বিরোধী দিনে এই অপশক্তি ডেভিলদের দিয়ে কমিটি গঠনের পায়তারার নিন্দা জানিয়েছে সিলেটের ব্যবসায়ীরা l

সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক বলেন , এরা কমিটিতে আছে l এরা বর্তমানে ছুটিতে আছে l দেশের বাইরে আছে l

একই কমিটিতে পরিচালক হিসেবে আছেন বিএনপিপন্থি পরিচালক আব্দুস সামাদ তুহেল বলেন এদের কমিটিতে রাখার কথা না l এরা পলাতক মামলার আসামি l

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *