জুলাই আগস্টের ভুয়া আহত দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে কালেরকন্ঠ সাংবাদিক রাব্বির ১লাখ টাকা উত্তোলন !

ষ্টাফ রিপোর্ট:
আসকার আমিন রাব্বি । সে কালেরকণ্ঠ পত্রিকায় চাকুরি করে । বসুন্ধরা গ্রূপের পত্রিকা ।
জুলাই- আগস্টের আন্দোলনে আহত দেখিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একলাখ টাকা উত্তোলন করেছে সে ! এতে বিস্মিত সিলেটের সাংবাদিক মহল । প্রকৃত পক্ষে জুলাই আগস্টে যে সাংবাদিকরা রাজপথে ছিলো তারা বসুন্ধরা গ্রূপের রাব্বিকে আহত হতে দেখেননি ।
তবে কেন রাব্বির এমন প্রতারণা ? সামান্য একলাখ টাকার লোভ ছাড়তে পারেনি !
তাছাড়া জুলাই আগস্টে রাব্বিদের ছিলো প্রশ্নবিদ্ধ ভূমিকা ষ ১৯ জুলাই শহিদ তোরাব যখন গুলিবিদ্ধ হয় ঠিক তার সামান্য দূরে সেফজোনে ছিলো রাব্বি । তোরাব গুলি খাওয়ার পর তার সামনে দিয়ে হেটে যায় রাব্বি । কিন্তু তোরাবকে দ্রুত হাসপাতালে নিতে ব্যবস্থা নেয়নি । আহত তোরাবকে ধরেনি । ভিডিয়োতে তোরাব অনেকবার কাকুতি মিনতি করতে দেখা যায়। রাব্বি কাছে থাকা সত্ত্বেও এগিয়ে আসেনি । পরে অন্যসহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায় ।
৪ আগস্ট রাব্বি আরেকটি দায়িত্ব পালন করে ষ ৪ আগস্ট দুপুর থেকে সিলেটের বেশ কয়েকজন সাংবাদিক মধুবন মার্কেটের উপরে অবস্থান নেয় । দুপুর থেকে কোর্টপয়েন্টে আসতে থাকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আওয়ামীলীগ ক্যাডারা ।
তাদের হাতে অত্যাধুনিক সব রিভলবার , এম১৬ , কালাশনিকভ রাইফেল ।
সাংবাদিকরা যখন এই সব ছবি ধারণ করতে যায় – তখন ই বাঁধা হয়ে দাঁড়ায় রাব্বি ও আওয়ামী লেস্প্যানসার সাংবাদিক নামধারী দুর্বৃত্তরা ।
তারা বলে এখান থেকে ছবি তোলা যাবেনা । ছবি তুললে সমস্যা হবে । নিষেধ আছে ।
অথচ একটি গ্লাস ছিলো বাঁধা না দিলে সহজে সব অস্ত্রের ছবি তোলা যেতো । শুধু রাব্বিদের বাঁধার কারণে ৯৫ ভাগ অস্ত্রের ছবি তোলা যায়নি।
পরে জানা যায় সিলেটের বহিস্কৃত মেয়র অনায়ারুজ্জামানই তার লেস্প্যানসার সাংবাদিকদের দায়িত্ব দিয়েছিলো যেন কোন অস্ত্রের ছবি বাহিরে না যায় ।
এছাড়া বসুন্ধরা গ্রূপ হাসিনাকে ক্ষমতায় রাখতে প্রকাশ্যে অবস্থান নেয় । শোনা যায় বসুন্ধরা গ্রূপ থেকে তাদের জেলা সাংবাদিকদের কড়া নির্দেশনা ছিলো বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিতে । এবং সিলেটের রাব্বি সেই কাজটিই করে গেছে ।
যে রাব্বি নামক সাংবাদিকরা মনেপ্রাণে জুলাই আগস্ট বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে ছিলো তারাই আহতের নাটক সাঁজিয়ে সরকারি ভাতা তুলছে ?
১৯ জুলাই রাব্বির সাথে দায়িত্ব পালনকরা বেশ কয়েকজন সাংবাদিক এই ঘটনায় বিস্মিত ! তারা বলেন , জুলাই আগস্টে দায়িত্বপালনকালে সিলেটের প্রায় সব সাংবাদিক কমবেশি আহত হয় । কেউ মাটিতে পরে যায় , কারো গায়ে ছিটা গুলি লাগে । বেশ কয়েকজন সিরিয়াস আহত হয় ষ তবে রাব্বি নামে কোন সাংবাদিক সিরিয়াস আহত হয়েছেন এমন কিছু শুনিনি ।
জুতা ছিড়ে যাওয়া , উস্টা খেয়ে পরে যাওয়া এমন ব্যাথা আমরাও পেয়েছি ।
এর জন্য প্রতারণা করে রাষ্ট্রের কাছ থেকে টাকা নিতে হবে ?
১৯ জুলাই কোর্টপয়েন্টে দায়িত্বপালনকরা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফটোসাংবাদিক বলেন , রাব্বি নামে সাংবাদিক আহত হয়েছেন এমন কিছু শুনিনি । অথচ সে জুলাই আগস্টের আহত দেখিয়ে নির্লজ্জের মতো রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিলো ! এটি একধরনের প্রতারণা !
আর যেটুক জানি তার অবস্থানটাও ছিলো কোটা এবং আওয়ামী সরকারের পক্ষে ।
এ বিষয়ে আসকার আমিন রাব্বি বলেন , আমি ১৯ জুলাই আহত হয়েছি, আমার পায়ে আঘাত পেয়েছি ।
Related News

২১ জুলাই আহত হয়ে ভাতা নিলেন আতিক নগরী!
স্টাফ রিপোর্ট : জুলাই আগস্টের আহত দেখিয়ে একশ্রেণীর ভন্ড প্রতারক রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা উত্তোলনRead More
সিলেট চেম্বারে আবারো আওয়ামী আবহ !
স্টাফ রিপোর্ট :বুধবার সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে l এতে সভাপতি হয়েছেন ফয়েজRead More