‘জাস্ট সিলেট’ মিডিয়া গ্রুপের পরিচালক হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আশফাক চৌধুরী জামি

উদ্বোধনের অপেক্ষায় থাকা অত্যাধুনিক ষ্টুডিও ও মাল্টিমিডিয়া অনলাইন নিউজ চ্যানেল ‘জাস্ট সিলেট ‘ মিডিয়া গ্রুপের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ উদোক্তা ব্যবসায়ী আশফাক চৌধুরী জামি।
উপশহরের বাসিন্দা জামি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে তরুণ উদোক্তা ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সফলতার আলো ছড়াচ্ছেন। এবার তিনি যুক্ত হলেন সিলেটের তরুণ ব্যবসায়ী ও যুবরাজনীতিবিদ উমেদুর রহমান উমেদের প্রকাশনায় অনলাইন মাল্টিমিডিয়া স্ট্রিমিং নিউজ প্লাটফর্ম জাস্ট সিলেট মিডিয়া গ্রূপে।
বুধবার সন্ধ্যায় সোনারপাড়াস্থ জাস্ট সিলেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আশফাক চৌধুরী জামি আশা প্রকাশ করে বলেন, সিলেটের সংবাদ জগতের কিছু উজ্জ্বল নাম জাস্ট সিলেটে যুক্ত আছেন। ফেসবুক জমানায় সে নামগুলো আলোকিত। আশাকরি একঝাঁক তরুণ ও অভিজ্ঞ সংবাদকর্মীর সমন্বয়ে জাস্ট সিলেট সিলেটবাসীর কণ্ঠস্বরে পরিণত হবে।
Related News

২১ জুলাই আহত হয়ে ভাতা নিলেন আতিক নগরী!
স্টাফ রিপোর্ট : জুলাই আগস্টের আহত দেখিয়ে একশ্রেণীর ভন্ড প্রতারক রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা উত্তোলনRead More
সিলেট চেম্বারে আবারো আওয়ামী আবহ !
স্টাফ রিপোর্ট :বুধবার সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে l এতে সভাপতি হয়েছেন ফয়েজRead More