Main Menu

রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুলতান মাহমুদ

রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুলতান মাহমুদ

মোঃ বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সুলতান মাহমুদকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নতুন নীতিমালা অনুসারে সুলতান মাহমুদ রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

সুলতান মাহমুদ সিলেট গ্রিনহিল স্টেট কলেজের প্রভাষক ও সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী, তিনি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের মাষ্টার আব্দুল মালিক এর চতর্থ পুত্র।

বৃহস্পতিবার (৮ মে ২০২৫) শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালার আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

যেখানে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন সুলতান মাহমুদ। তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক মহি উদ্দিন চৌধুরী জাকারিয়া সদস্য সচিব, আব্দুল হাদী পাবেলকে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক আব্দুল হালিম কে শিক্ষক প্রতিনিধি হিসাবে মনোনীত করা হয়েছে।

এদিকে, তরুণ সমাজকর্মী সুলতান মাহমুদ রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় এলাকাবাসীসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন নতুন সভাপতি সুলতান মাহমুদ।

তিনি বলেন, ‘কেউ একা একা দায়িত্ব পালন করতে পারে না, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *