জাপানে থাকা প্রবাসী বিএনপি নেতাকে মামলার আসামি করলেন গোয়াইনঘাটের ওসি তোফায়েল ! সমালোচনার ঝড়

গোয়াইনঘাট থানা পুলিশ গত ০৭/০৭/২৫ তারিখে একটি মামলা দায়ের করে ( মামলা নং ১৩/১৮৫ ) বাদী আব্দুল হালিম l যে মামলাতে আসামি করা হয়েছে জাপান প্রবাসী বিএনপি নেতা হিফজুর রহমান রিজভীকে l এই মামলায় রিজভীকে আসামি করায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে l উল্লেখ এই মামলার অপরাধ সংগঠনের তারিখ দেখানো হয়েছে ২৮/০৬/২৫ তারিখ l
অথচ মামলার ২নম্বর আসামী করা হয়েছে জাপান প্রবাসী হিফজুর রহমান রিজভীকে l রিজভী ঘটনার ৬দিন আগে ২২/০৬/২৫ তারিখ ঢাকা বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন এবং ২৩/০৬/২৫ তারিখ সকালবেলা জাপানে পৌঁছান l
উল্লেখ হিফজুর গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের পুত্র l
একজন প্রবাসীকে এই ধরনের মিথ্যায় মামলায় ফাঁসানোর ঘটনায় গোয়াইনঘাটের সুশীল সমাজের
মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে l তারা এই ঘটনায় বিস্মিত ও হতবাক l গোয়াইনঘাট থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে l
দীর্ঘদিন ধরে জাপান প্রবাসী -বিদেশ থেকেও সে কেন মামলার আসামি হলো এ ব্যাপারে বিস্মিত সবাই ! চারদিকে নিন্দার ঝড় উঠছে l
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন – একজন প্রবাসী প্রবাসে থেকেও মামলার আসামি হলে সেটি নিন্দনীয় l আমরা দেখছি এর সাথে দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে l
এদিকে রিজভীকে মিথ্যা অভিযোগে মামলা দেয়ায় জাপান বিএনপি নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছে l জাপান বিএনপির সভাপতি সেক্রেটারি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে , জাপান থাকা অবস্থায় একজন মানুষ কিভাবে মামলার আসামি হয় ?
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল সরকার মামলায় প্রবাসীকে আসামি করার বিষয় স্বীকার করে বলেন -বাদী মামলা করেছে l আমরা তদন্ত করবো l নির্দোষ হলে নাম বাদ দেয়া হবে l
জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন কেউ প্রবাসে থেকে মামলার আসামি হলে তদন্ত করে
মামলা থেকে বাদ দেয়া হবে l
Related News

সিলেটের নেতাদের যে বার্তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
এ এইচ আরিফ :সিলেটের নেতাদের সাথে মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকRead More

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের প্রার্থনা সভা অনুষ্ঠিত
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানRead More