Main Menu

বন্যায় তলিয়ে গেছে সিলেট নগরীর অধিকাংশ এলাকা , তীব্র দুর্ভোগ !

সারারাতের অনবরত বৃষ্টি আর পাহাড়ি ঢলে রোববার সকাল থেকে সিলেট নগরীর অধিকাংশ জায়গা পানির নিচে l

বন্যাক্রান্ত এলাকাগুলোতে সীমাহীন দুর্ভোগে পড়েছে
জনগণ l উপশহর, তেরোরতন, চৌখিদেখি , মেজরটিলা , জাহানপুর , ইসলামপুর , ঘাসিটুলা , লাউয়াই এলাকার কোথাও হাঁটুজল , কোথাও কোমরপানি l

ঘরের আসবাবপত্র ডুবে গেছে l পানিবন্দ মানুষজন ছুটছে উঁচু স্থানের খোঁজে l শিশু ও নারীরা পড়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে l






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *