জাস্ট সিলেট মিডিয়া গ্রুপের পরিচালক হলেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আফফান আহমেদ

স্টাফ রিপোর্টার : উদ্বোধনের অপেক্ষায় থাকা অত্যাধুনিক ষ্টুডিও ও মাল্টিমিডিয়া অনলাইন নিউজ চ্যানেল “জাস্ট সিলেট” মিডিয়া গ্রুপের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আফফান আহমেদ।
নগরীর মজুমদারী এলাকার কিংসুক ভবনের বাসিন্দা সৈয়দ আফফান আহমেদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লিভারপুলে বসবাস করছেন। লিভারপুল শহরে তরুণ সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে কাজ করে যাচ্ছেন।
এবার তিনি যুক্ত হলেন- সিলেটের তরুণ ব্যবসায়ী ও যুবরাজনীতিবিদ উমেদুর রহমান উমেদের প্রকাশনায় অনলাইন মাল্টিমিডিয়া স্ট্রিমিং নিউজ প্লাটফর্ম জাস্ট সিলেট মিডিয়া গ্রুপে।
এক বিবৃতিতে তিনি বলেন, জাস্ট সিলেট নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেলটি সিলেটবাসীর গণমাধ্যমে পরিণত হোক। মানুষের সুখ-দুঃখ, আশা-আখাঙ্কার প্রতিফলন হোক এই চ্যানেলে।
Related News

২১ জুলাই আহত হয়ে ভাতা নিলেন আতিক নগরী!
স্টাফ রিপোর্ট : জুলাই আগস্টের আহত দেখিয়ে একশ্রেণীর ভন্ড প্রতারক রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা উত্তোলনRead More
সিলেট চেম্বারে আবারো আওয়ামী আবহ !
স্টাফ রিপোর্ট :বুধবার সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে l এতে সভাপতি হয়েছেন ফয়েজRead More